শুক্রবার, ২১ জানুয়ারী, ২০১১

ইউনিপে সংলাপ

- কি অবস্তা? বালানি দোস্ত?

- কিরে, আছস ক্যামন?

- ফাইন! তুই? কই?

- ভালো, কই?

- কি করস?

- অফিসে? তুই জব করতেছিস?

- নাহ, বিজনেস করি, এমবিএ আর সিএমএ ।(বাবাগো! এ দেহি জিনিয়াসের বাপ!)

- গুড। কিসের বিজনেস রে?

- তেমন কিছু না, অনলাইন বিজনেস, চরম বিজনেস!

- ক্যামন?

- ৪২০০০ ইনভেস্ট করেছি, মে বি নিয়ম শুনছোস...ইউনিপে

- হুম

- মাসে ৮০০০+ আদারস মিলিয়ে = ১৫০০০....বা ২০০০০ আসে।

- ঐটা তো বন্ধ করে দিবে!

- ১০ মাসে নিশ্চিত ডাবল! হা হা হা! বোকা, নাহ!

- মন্ত্রী বলেছে।

- ঐ মন্ত্রীর ও ইনভেস্ট আছে। এমনকি শেখ সেলিম এর ও ইনভেস্ট আছে।

- তাই?

- হুমম ম।

- ভালো

- এইটা ব্রেইন ওয়াস।

- বন্ধ না হলেই তো ভালো। ব্যবসা কর। ভালো লাগবে আমার।

- ইউনিপে তে আমার এক ফ্রেন্ড ৪২০০০ দিয়ে শুরু করেছিলো, ১ বছরে তার এখন ১ লাখ টাকা ক্যাপিটাল।

- খাইছে! কে সে? পা ছুইয়া চুম্মা খাইতে মন চায়!

- আমি এই ব্যাপারটা জানি ১ বছর আগে। তখন বিশ্বাস করিনাই। এখন জানি ভুল করেছিলাম।

- হুম

- লাস্ট মান্থে আমার ইনকাম হৈছে ২০০০০ টাকা।

- কতো ইনভেস্ট করছস কইলি? ঈমানে দোস্ত?

- আমার একসাইড আমার আপলাইন ডেভেলপ করে দিছে।

- হুম। কয় মাস হইলো?

- ২ মাস চলতেছে।

- গ্রেইট!

- বাট চাইলে ১ বছর আগে আমি ইনভল্ব হইতে পারতাম, তখন বুঝিনাই।

- তাহলে তো বছরের মাঝে লাখপতি।

- এই কারণে আমি ফকির আর আমার ফ্রেন্ড বড়লোক।

- হুম। মাম্মা। এক কাম করতে পারবি?

- ইনশাল্লাহ, আমার টার্গেট ১ বছরে ৮লাখ এটলিস্ট!

- আমিও ইনভেস্ট করতে চাই।

- কি বল, তারপর?

- মাগার হাতে তো টাকা পয়সা নাই।আমারে কিছু ধার দে। তারপর আমার টাকা আসলে তুই নিয়ে নিস।

- তাইলে তো আমিই ইনভেস্ট করতে পারি।

- সাম্নের মাসেই তো ২০ পাবো
তাই না?
ওহ হ
তাই তো
আমারে হেল্প কর
একা একা বড়লোক হবি?


- যদি তোর নেটওয়ার্ক ভালো চলে, তাহলে ২০০০০ না, ১ লাখ ও পেতে পারিস।

- হুম। আমাদের ফ্রেন্ড দের মাঝে আর কেউ করেছে?

- ইটস পসিবল। দেখ তোর ইনভেস্টর যদি ২১২০০০ টাকা ইনভেস্ট করে, তাহলে তুই পাবি ২০০০০, এইরকম দুইটা করলে পাবি ৬০০০০ টাকা। সুতরাং কঠিন কিছু না।

- ২ লাখ? এতো কই পামু? ২০ হাজার করলে?

- যারা দুই লাখ ১২ হাজার করে তারা পায় মাসে ৪৬০০০ টাকা ফিক্সড। তুই টাকা না থাকলে একাউন্ট খুলেও বিজনেস করতে পারবি।

- তাই?

- ৪৫৫০ টাকা লাগবে।

- ক্যামন? বাহ! তারপর?

- তুই যদি ইনভেস্টর দেস, তাহলে তুই ইনস্ট্যান্ট টাকা+ম্যাচিং পাবি।

- ক্যামন?

- ধর, ২১০০০ এ ২০০০, ৪২০০০ এ ৪০০০, ৭২০০০ এ ৭০০০, ১২৩০০০ এ ১৪০০০, ২১২০০০ এ ২০০০০ টাকা।

- ওরে বাবারে।
টাকাই টাকা।
মাথা ঘুরতাছে।
খাড়া,
বিড়ি খায়া লই।

- আর যারা ইনভেস্ট করবে ওরা প্রতি মাসে পাবে ২১০০০ এ ৪০০০, ৪২০০০ এ ৮০০০ টাকা, ৭২০০০ হাজার এ ১৪০০০, ১২৩০০০ এ ১৮০০০ আর ২১২০০০ এ ৪৬০০০ টাকা। আর ম্যাচিং আর ইনস্ট্যান্ট তো আছেই।

- কিন্তু এতো টাকা কই থেইকা দিবে?

- তোর টাকা আমার টাকা থেকে, এভেবে বোঝানো যাবে না। অফিসে আয়। ওরা আসলে গোল্ডের বিজনেস করে। ২১০০০ টাকা ইনভেস্ট করতেও পারিস, ৪০০০ টাকা প্রতি মাসে। কৈ গেলি? আছিস?

- আছি, বল। শুন্তেছি।

- এই হৈলো অবস্থা।

- গোল্ড এর বিজনেস ঠিক বুঝলাম না
চোরাচালান নাকি বাবা?

- যদি টাকার দরকার হয়, তাহলে করতে পারিস। না হলে দরকার নাই। আমার দরকার তাই করি।

- গুড! গোল্ড এর বিজনেস টা ক্যামন?

- ভালো।

- আরেহ
গোল্ড এর বিজনেস ক্যমন কইরা কি করে
বুঝলাম নাতো
ইক্টু বুঝায়া ক
ভালো লাগতেছে শুনতে

- আমাদের ইনভেস্ট, ওদের বিজনেস।

- টাকার কথা শুনলেই ভালো লাগে
হুম
২১০০০ টাকা ইনভেস্ট করলেই ২০০০ হাজার লাভ হয়?

- ওরা র গোল্ড কিনে ঐটারে ওয়ার্ড মার্কেটে রোলিং করায়।

- তাহলে ওরা তো ওদের লাভ রাখে
তাই না?
হুম
এইটা তো আমরাও করতে পারি

- ২১০০০ এর ইনভেস্টর পায় ৪০০০ টাকা। (ঐ হালার পো, এক কথা কয়বার কবি? শুনছি তো ১০ বার! )

- ইন্টারন্যশনাল বিজনেস ম্যান হইয়া যামু
বাবারে

- তোর কতো টাকা আছে? তুই গোল্ড কিনে বিজনেস করতে পারবি? বিলিয়ন বিলিয়ন ডলার লাগে।

- হুম
আমরা ফ্রেন্ড আছি ৮০ জন
আমরা সবাই মিলে করতে পারি না?

- কিসের বিজনেস?

- এই বিজনেস

- তুই শুরু কর, সব ই হবে।

- হা হা হা
আমার একার দ্বারা তো হবে না
তাই না

- হুম।

- ৮০ জন একসাথে প্ল্যান করলে ঠিকি হবে
তাই না?

- হুম, ইউনিটি, হুম! ( হুমাইতে থাক বেটা! এইবার তোর হুমানোর পালা)

- কি বলিস?
তাহলে যে লাভ ওরা নিচ্ছে, সেই লাভ টুকুও আমরা পাবো।

- দোস্ত, আমি এখন যামু, আমার একটা ইনভেস্ট আছে ৪২০০০ এর। উত্তরা যামু।

- আচ্ছা দোস্ত।
বেস্ট অফ লাক। তুই কোটি পতি হ, আমিও কইতে পারুম আমার দোস্ত কোটিপতি।

- সবাই বেনিফিটেড হবে, আমি আর তুই শুধু না।
থ্যাংক্স, বলিস, বাই বাই।

- বাই।

- আসসালামু আলাইকুম।

- ওয়ালাইকুমুস সালাম।

৩টি মন্তব্য:

Unknown বলেছেন...

ধন্যবাদ, অনেক কিছু জানার ছিল। আমরা অনেকে অনেক কিছুই জানি না। আপনা এই পোস্টটি দ্বারা অনেকে কিছু তথ্য জানতে পারবে।আমি আপনাকে কোন প্রকার অফার করছি না। ছোট একটি তথ্য আপনার উপকারে আসতে পারে rental Shop

Urnisha Noumi বলেছেন...

গল্পটা অনেক ভাল ছিল। তবে সব সাইটে বিশ্বাস করাটা ঠিক না। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে বুস্ট করে আপনার বিজনেস বাড়াতে পারেন। মাস্টর কার্ডের বুস্ট নিয়ে সমস্যা হলে এদের সাহায্য নিতে পারেন http://www.topallbrand.com/product-category/gift-cards/

https://bdhealthe.com বলেছেন...

অনেক ভালো লিখেছেন । ধন্যবাদ!

এই ব্লগটি সন্ধান করুন