সোমবার, ১৩ ডিসেম্বর, ২০১০

নেইতো আমি আর - মুনিরা চৌধুরি

নেইতো আমি আর,
গগন মেঘের কিছু জল।
কেউতো চাইলেই ঝরবো ঝরঝর,
মুছিয়ে দিতে কারো দুঃখ কাজল।

নেইতো আমি আর,
বাগান ভরা শতদল।
চাইলেই ভরাবো হৃদয় কারো
হবো হাতে হাত বদল।

নেইতো আমি আর,
জলধীর জলের মত টলমল।
কাঁদলেই কেউ ধুঁয়ে দেবো সব
নয়নে ব্যথার ছলছল।

মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০১০

সত্যি বলছি



তুমি সুন্দর বলে খুব হিংসে হয়
মনে হয় গোলাপের সৌন্দর্যে ভাগ বসিয়েছ
যাই হোকনা কেন
তুমি গোলাপের চেয়ে একটু বেশি সুন্দর
সত্যি বলছি
আচ্ছা তু হাসছ কেন ?
আমিতো হাসার মত কিছু বলিনি
হাসলে তোমাকে সুন্দর দেখায়
তোমার ৩১ নম্বর দাঁতটা খুব সুন্দর
আসলে আমি ওটার প্রেমে পরেছি
গোলাপ তো আর অত সুন্দর করে হাসতে পারেনা
তোমার মত
আমি তোমার হাসি দেখতে চাই আজীবন
আমার নিজের স্বার্থে
তোমার ভাললাগার মাঝে যে
মিশে আছে আমার ভালবাসা
তার দুঃখ কি আমার সয়বে ?

সোমবার, ৬ ডিসেম্বর, ২০১০

আমার কোন দুঃখ ছিল না - নিজাম কুতুবী




আমার নিজস্ব পৃথিবীতে শুধু সুখ ছিল
দুঃখ গুলো জমিয়ে রাখতাম ঝিমধরা পৌরাণিক বুকের ভেতর।
আমার ভেতর কোন নদী ছিল না,
চোখে বৃষ্টি ছিল না।
আমার কোন দুঃখ ছিল না।
দুঃখ গুলো প্রেতাত্মার নিঃশ্বাসের মতো
আমার রক্তের শিরায় শিরায় সাঁতরে বেড়াতো।
যুগ যুগ ধরে সেখানে জমেছিল
কবরের মুর্দাগন্ধ সুদা মাটি
জীবীত কালে দুঃখের ভেতর দিয়ে
একটা অনন্ত মধ্যরাত আমি পার করেছি।
একরত্তি সুখ সৌন্দর্যের লোভে আমি হেঁটে এসেছি
যুগ যুগ ধরে অন্ধকার পথে...
কিন্তু পায় নি_____
সুখের সাগরে ভাসিনি।
তাই বলে আমার কোন দুঃখ ছিল না!!
আমি অনুভব করি
আমার পৌরাণিক বুকের দুঃখ গুলো সুখ হয়ে
আমার করতল ফুঁড়ে বিদ্যুৎ বেগে ঢুকে পড়ল
_____আমার ভেতর
একটা মেঘল-সুঘ্রাণ নিয়ে মিশে গেল
আমার রক্ত কণিকায়
শরীরের সব গুলো শিরা-ধমণী দিয়ে
প্রবাহিত হতে থাকল অমল উদ্দামে।
লোহিত শ্বেত কণিকার কষ্ট গুলো
মূহুর্তেই বদলে গেল সুখ প্লাবনের বরষায়।।

এই ব্লগটি সন্ধান করুন