
তুমি সুন্দর বলে খুব হিংসে হয়
মনে হয় গোলাপের সৌন্দর্যে ভাগ বসিয়েছ
যাই হোকনা কেন
তুমি গোলাপের চেয়ে একটু বেশি সুন্দর
সত্যি বলছি
আচ্ছা তু হাসছ কেন ?
আমিতো হাসার মত কিছু বলিনি
হাসলে তোমাকে সুন্দর দেখায়
তোমার ৩১ নম্বর দাঁতটা খুব সুন্দর
আসলে আমি ওটার প্রেমে পরেছি
গোলাপ তো আর অত সুন্দর করে হাসতে পারেনা
তোমার মত
আমি তোমার হাসি দেখতে চাই আজীবন
আমার নিজের স্বার্থে
তোমার ভাললাগার মাঝে যে
মিশে আছে আমার ভালবাসা
তার দুঃখ কি আমার সয়বে ?
1 টি মন্তব্য:
ধন্যবাদ, লেখাটা ভালো লাগলো এমন গল্প খুব কম, এমন আরও গল্পের জন্য অপেক্ষাই থাকলাম। আমি আপনাদের সাথে ছোট একটি তথ্য ভাগ করতে চাই। আশা করি আপনাদের উপকারে আসবে তথ্যটি রুমমেট।
একটি মন্তব্য পোস্ট করুন